NextGen Digital — Best Digital Marketing Agency In Bangladesh

Best Digital Marketing Agency In Bangladesh, NextGen Digital; Best Digital Marketing Agency In…

Follow publication

Reddit: রেডিট কি? What is Reddit?

অনলাইন ব্যবসায়ের জন্য একটি বড় ধরণের ট্রাফিকের সোর্স হল রেডিট। বিশেষ করে আপনি যদি USA কে টার্গেট করে কাজ করেন তাহলে অবশ্যই রেডিট নিয়ে কাজ করা উচিত। যদি একটি পোষ্ট র‍্যাঙ্ক করতে পারেন তাহলে চিন্তাও করতে পারবেন না কি পরিমান ভিজিটর পাবেন।আর সবচেয়ে গুরুত্বপূর্ন হল ভিজিটরের ক্ষেত্রে সবচেয়ে মুল্যবান ভিজিটর হল ইউএসএ ভিজিটর। রেডিট হল ইউএসএ ভিজিটরের সবচেয়ে বড় সোর্স।

কি এই রেডিট?

What Is Reddit?

Reddit বলতে সেই সাইটকে বুঝাচ্ছি যাকে আপনারা জনপ্রিয় সোশ্যাল বুকমার্কিং সাইট হিসেবে জানেন সেই ব্যাকলিঙ্ক এর জমানা থেকে।

ইন্টারনেটে সময় কাটানো যদি আপনার নিয়মিত এক্টিভিটির মধ্যে পড়ে থাকে তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায় যে কখনো না কখনো আপনি Reddit নামের ওয়েবসাইটটি দেখছেন।

প্রথম দেখায় চোখে পড়ে হিজিবিজি অনেকগুলো নিল নিল লিংক, নিচে কি কি সব লিখা, বামে দুটো উপর-নিচ তিরচিহ্ন, আর কতগুলো সংখ্যা। ইউজার ইন্টারফেসটা যেন সেই ২০০৪-২০০৫ এ পড়ে আছে। সেটাকে আবার লিখে রেখেছে Reddit — The Frontpage of the Internet রেডিট — ইন্টারনেটের প্রথম পাতা

প্রথম দেখায় যেমনই লাগুক, For much of The Internet, Reddit is the gateway to everything interesting going on in the world.

রেডিটে ঢোকা অনেকটাই প্রতিদিনের সংবাদপত্র পড়ার মতো, তবে রেডিটের সুবিধা হলো

এটা প্রতি মূহর্তে আপডেট হয়

এটায় নিজে অংশ নেয়া যায়

এবং পছন্দ অনুযায়ী সাজানো থাকে।

মানুষ রেডিটে বিভিন্ন জিনিষের লিংক পোস্ট করে, সেটা হতে পারে নিউজ, ব্লগ পোস্ট, ছবি, ভিডিও বা অন্যকিছু। অন্য মানুষেরা সেটায় “আপভোট” বা “ডাউনভোট” দিয়ে উপরে বা নিচে পাঠায়। আইডিয়াটা সিম্পল, কিন্তু এতেই রেডিটে ইন্টারনেটে মানুষ এ মূহর্তে যা পড়ছে বা দেখছে সেগুলোর সবচেয়ে সেরাগুলোর একটা তালিকা তৈরি হয়ে যায়।

What Is Reddit? How It Works?

Reddit সম্পর্কে সাধারন কিছু জ্ঞাতব্যঃ

Karma: এটা হল একটা পয়েন্ট। আপনি যখন আপনার সাবমিট করা লিঙ্ক বা কমেন্টের জন্য আপভোট পাবেন তখন আপনি পয়েন্ট বা Reddit এর সিস্টেম অনুযায়ী Karma অর্জন করবেন। কিন্তু আপনি যদি বেশি ডাউনভোট পান তবে Karma অর্জনের সুযোগ হারাবেন এবং আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে।এবং এটা তখনি ঘটে যখন আপনি নিজের ব্লগ বা সাইটের লিঙ্ক সাবমিট করেন। এটা শুনে হয়তো অনেকেই বলতে পারেন-“ক্যামনে কি Man!!! তাইলে আসুম ক্যান এইখানে যদি নিজের সাইটের লিঙ্ক সাবমিট না করতে পারি???” এই ব্যাপারটা আমি পরে ক্লিয়ার করছি আপনাদের।

Sub-reddits: Reddit এ ক্যাটাগরিগুলোকে Sub-reddits বলা হয়। আর Reddit এর সব থেকে ভাল দিক হল বলতে গেলে সব ধরনের ক্যাটাগরি আপনি এখানে পাবেন যা অন্যান্য সোশ্যাল বুকমার্কিং সাইটে সচরাচর দেখা যায় না।

Stealth ban: এর মানে হল আপনি যখন ক্রমাগত স্পামিং করেই যাবেন Reddit এ কিন্তু জানতেই পারবেন না কখন আপনি এর শাস্তিস্বরূপ ব্যান হয়েছেন। আপনি আপনার সাবমিট করা লিঙ্ক দেখতে পারবেন ঠিকই কিন্তু তা পাবলিক দেখতে পারবে না। তাই এই বিষয়টা চেক করার জন্য আপনি আপনার Reddit এর প্রোফাইল ইউআরএল অন্য কোন ব্রাউজার দিয়ে দেখবেন যেটা দিয়ে আপনি Reddit এর অ্যাকাউন্ট লগইন করেন না এবং যদি “page not found” এই লিখাটা আসে তাহলে বুঝবেন ব্যান হয়েছেন আর না আসলে তো সবই ঠিক আছে।

রেডিটে মার্কেটিং করার কিছু গুরুত্বপূর্ন পয়েন্ট উল্লেখ করা হলঃ

১. সঠিকভাবে প্রোফাইল তৈরি করুনঃ

রেডিটে পোষ্টের পূর্বে প্রথমে আপনার প্রোফাইলকে ন্যাচারাল প্রোফাইল হিসেবে তৈরি করুন। এর জন্য খুব ভালো ভালো কন্টেন্ট পোষ্ট করুন। লিঙ্ক পোষ্ট করলে যা বড় এবং বিশ্বস্ত ওয়েবসাইটের সাথে যুক্ত তা পোষ্ট করুন। তাহলে আপনার কারমা পয়েন্ট বৃদ্ধি পাবে। অন্যের পোষ্টে কোয়ালিটি সম্পন্ন কমেন্ট দিন যা অন্যরা পড়বে এবং পছন্দ করবে। তবে একাউন্ট খোলার সাথে সাথে লিঙ্ক পোষ্ট করবেন না। এক সপ্তাহ পর থেকে লিঙ্ক পোষ্ট করুন।

২. প্রসঙ্গিক পোষ্ট করুনঃ

রেডিট হলো ট্রাফিকের একটি বড় সোর্স। কিন্তু আপনি যদি রেডিট থেকে ভিজিটর পেতে চান তাহলে প্রাসঙ্গিক বিষয় নিয়ে পোষ্ট করতে হবে। তাই সাব রেডিট অনুসারে পোষ্ট করুন। আপনার কন্টেন্ট যত বেশি সাব রেডিটের সাথে মিল থাকবে তত বেশি ভিজিটর পাবেন।

রেডিটে পোষ্ট করার আগে রিসার্চ করুন। কোন ধরণের টপিক গুলো রেডিটে বেশি জনপ্রিয় তা জানার চেষ্টা করুন। তারপর সেই টপিকের উপর ভিত্তি করে সাব রেডিটে আপনার কন্টেন্ট পোষ্ট করুন।

৩. কোয়ালিটি পোষ্ট করুনঃ

রেডিটে পোষ্ট করার পূর্বে একটি বিষয় সর্বদা মনে রাখবেন। সেই সকল কন্টেন্টই পোষ্ট করুন যা মানুষ পছন্দ করবে অর্থাৎ কোয়ালিটিপূর্ন কন্টেন্ট পোষ্ট করুন। তা নাহলে আপনার পোষ্ট গুলো কোন কাজে আসবে না। শুধু সময় নষ্ট হবে।

৪. মার্কেটার হওয়ার চেয়ে রেডিটর হোনঃ

রেডিটে মার্কেটার হওয়ার চেয়ে বেশি গুরুত্বপূরর্ন রেডিটর হওয়া। সাধারণ ব্যবহারকারীর মত রেডিটকে ব্যবহার করার চেষ্টা করুন। অন্য পোষ্টে বিভিন্ন উপকারী বা মজার কমেন্টের মাধ্যমে কমেন্ট কারমা বৃদ্ধি করুন। পোষ্ট হিস্টোরি বৃদ্ধি করে নিজেকে সাধারন ব্যবহারকারীতে পরিনত করুন।

কখনই প্রথম পোষ্টি প্রচারমূলক পোষ্ট করবেন না।

৫. বড় টাইটেল লিখুনঃ

আপনার পোষ্টের জন্য বড় টাইটেল লিখুন। যেসকল পোষ্টের টাইটেল গুলো বড় এবং গুরুত্বপূর্ন তথ্য সম্বলিত হয় সেই পোষ্ট রেডিটে ভালো কাজ করে।

৬. পোষ্ট শেয়ার করুনঃ

রেডিটের পোষ্টের আপভোট বৃদ্ধি করতে টুইটার এবং ফেসবুকে শেয়ার করুন। ফেসবুক এবং টুইটারে আপনার যে ফ্রেন্ড রয়েছে সে ফ্রেন্ডদের কাছে রেডিট পোষ্ট শেয়ার করলে, যাদের রেডিট একাউন্ট রয়েছে সেই ফ্রেন্ড্ররা তা পড়বে এবং পোষ্ট ভালো হলে আপভোট করবে, কমেন্ট করবে।

৭. কমেন্টের উত্তর দিনঃ

যখন আপনার রেডিট পোষ্টে অন্যরা কমেন্ট করবে তাদের কমেন্টের উত্তর দিন। এর ফলে পোষ্টের কমেন্ট বেশি কাউন্ট হবে। বেশি কমেন্ট কাউন্ট দেখে অন্যরাও কনভারসেশনে যোগদান করবে।

কেন রেডিট?

ব্যাপারটা অনেকটা এরকমঃ গুগলে যদি আপনি যান ভাল কনটেন্ট খোজার জন্য, তবে রেডিটে আপনি দেখতে যাবেন অন্য মানুষেরা কি কন্টেন্ট খুজে পেয়েছে।

কিন্তু রেডিট শুধু একটা তালিকা না, রেডিট বৈচিত্রময় এক সংকলন যার হাজারো ভাগ রয়েছে, যেগুলোকে বলা হয় “সাবরেডিট”। আপনার যদি পছন্দ হয় প্রোগ্রামিং বা মজার মজার ছবি বা পলিটিকস বা ডাকটিকিট সংগ্রহ করা, ঠিক আপনার পছন্দটির জন্য রয়েছে সাবরেডিট যেখানে শুধু আপনার পছন্দের সেই বিষয়ের কনটেন্টই পোস্ট হয়। সাবরেডিটগুলো ঠিক মেইন রেডিটের মতই কাজ করে, আপনি ভিসিট করবেন, আর সেদিনের সেই ঘন্টার মানুষের সবচেয়ে আপভোটেড তালিকাটা তৈরি হয়ে বসে আছে শুধু আপনারই সময় নষ্ট করার অপেক্ষায়।

একটা সাবরেডিট বড় হয়ে গেলে সেটা এই কাজে ভয়ংকর রকমের এক্সপার্ট হয়ে যায়, যেমন /r/explainLikeImFiveসাবরেডিটটি স্টিফেন হকিংসের নতুন দাতভাংগা থিউরি থেকে শুরু করে জংগী-সন্ত্রাসীরা কেন আক্রমন করে এই ধরনের প্রশ্নের পাচ বছরের বাচ্চাও বুঝবে এমন ব্যাখ্যার একটা বিশাল এবং অসাধারন সংকলন।

কারন একটাই, ভাল বুঝাতে পারে এমন মানুষকে আপনি এমন একটা যায়গা দিন যেখানে তারা তাদের বুঝানোর ক্ষমতাটা, ব্যাখ্যাটা শেয়ার করতে পারবে, এবং সেখানে প্রয়োগ করুন গনতন্ত্র। ফলাফল হলো সেরা সব ব্যাখ্যার বিশাল এবং অসাধারন একটা সংকলন।

কিছু কাজ থেকে বিরত থাকুনঃ

রেডিটে খুব সহজেই একটি আইডি নিষিদ্দ্ব হয়ে যায়। তাই নিচের কাজ গুলো করা থেকে বিরত থাকুন।

১। এক কন্টেন্ট রেডিটে পোষ্ট হয়ে গেলে তা আবার পোষ্ট করবেন না।

২। কোন পোষ্ট করার আগে দেখুন তা পূর্বে পোষ্ট করা হয়েছে কিনা।

৩। কাউকে আপভোটের জন্য আবেদন করবেন না।

৪। রেডিটের জন্য কোন প্রকার বট বা রোবট সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকুন।

৫। কারো প্রাইভেট কন্টেন্ট প্রকাশ করবেন না।

৬। বেআইনি কন্টেন্ট রেডিটে প্রকাশ করবেন না।

এগুলো খুব গুরুত্বপূর্ন বিষয়। এগুলো ছাড়াও আরো আরো অনেক বিষয় রয়েছে। রেডিটের টার্মস এবং কন্ডিশন থেকে তা পড়ে নিন।

Sign up to discover human stories that deepen your understanding of the world.

--

--

NextGen Digital — Best Digital Marketing Agency In Bangladesh
NextGen Digital — Best Digital Marketing Agency In Bangladesh

Published in NextGen Digital — Best Digital Marketing Agency In Bangladesh

Best Digital Marketing Agency In Bangladesh, NextGen Digital; Best Digital Marketing Agency In Dhaka, Best Digital Marketing Agency Near Me, Digital Marketing Agency In Dhaka, Digital Marketing Blog, Freelancing Blog Bangla, Skill Development Training Center, SEO Service Provider

Imam Uddin imamuddinwp
Imam Uddin imamuddinwp

Written by Imam Uddin imamuddinwp

SEO Expert | Freelance Digital Marketer | Web Designer --> https://imamuddinwp.com

No responses yet

Write a response